২০২১ সালের মানবিক বিভাগের এইচএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট সংক্রান্ত নির্দেশিকা
_____
১. বাংলা, ইংরেজি, আইসিটি ও চতুর্থ বিষয় ছাড়া শুধু মাত্র বাকি তিনটি বিষয়ের উপরেই তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে। (অর্থাৎ বাংলা, ইংরেজি, আইসিটি এবং চতুর্থ বিষয় অ্যাসাইনমেন্ট প্রোগ্রামের অন্তর্ভুক্ত নয়)
২. প্রতি বিষয়ের উপরে দশটি অ্যাসাইনমেন্ট অর্থাৎ তিন বিষয়ে মোট ৩০ টি অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে।
উক্ত ৩০ টি অ্যাসাইনমেন্ট ১৫ সপ্তাহ ধরে তোমরা পাবে। অর্থাৎ প্রতি সপ্তাহে দুইটা অ্যাসাইনমেন্ট পাবে ও তৈরি করতে হবে।
৩. মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এর অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট এসেছে, পরবর্তী অ্যাসাইনমেন্ট গুলো এই ওয়েবসাইট থেকেই তোমরা ডাউনলোড করে নিবে।
৪. মাউশি’র ওয়েবসাইট হচ্ছে :
www.dshe.gov.bd
৫. এই ওয়েবসাইটে অ্যাসাইনমেন্ট, অ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিশদ নির্দেশনা, পনের সপ্তাহ জুড়ে অ্যাসাইনমেন্ট প্রদানের রুটিন, অ্যাসাইনমেন্ট এর জন্য কভার পেইজ এর নমুনা ইত্যাদি প্রদান করা হয়েছে। এই পোষ্টের সাথে আমি উক্ত ‘নমুনা কভার পেজ’ ও ‘এসাইনমেন্ট প্রদানের রুটিন’ সংযুক্ত করে দিয়েছি।
৬. অ্যাসাইনমেন্ট এর রুটিন:
____
রুটিনের মাধ্যমে তোমরা জানতে পারবে কোন সপ্তাহে কোন সাবজেক্টের কোন এসাইনম্যান্ট পাওয়া যাবে।
এটা ‘এসাইনমেন্ট গ্রিড’ যাত্থেকে তোমরা ‘সপ্তাহ ভিত্তিক অ্যাসাইনমেন্টের নম্বর ও সংখ্যা’ জেনে নেবে।
৬. কভার পেইজ
___
কভার পেইজে চারটি অংশ আছে :
(ক). উপরের অংশ শিক্ষার্থী ইংরেজিতে পূরণ করবে।
(খ). দ্বিতীয় অংশ মূল্যায়নকারী শিক্ষক পূরণ করবে।
(গ). তৃতীয় অংশ শিক্ষাপ্রতিষ্ঠান পূরণ করবে।
(ঘ). চতুর্থ অংশ বোর্ড পূরণ করবে।
৭. অ্যাসাইনমেন্টের ক্রমিক নাম্বার ও শিরোনাম :
(উদাহরণ হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্ট টি ধরা যাক)
অ্যাসাইনমেন্ট এর প্রথম কলামে ১ লেখা আছে, এই ১ হচ্ছে এই সাবজেক্টের—
অ্যাসাইনমেন্ট নম্বর : 01
তার পাশের কলামে লেখা আছে : (প্রাক ইসলামী যুগে শহরবাসী ও মরুবাসী যাযাবরদের জীবনে আর্থ-সামাজিক রাজনৈতিক ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থার প্রভাব সমূহের তুলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করো)– এখানে ব্রাকেটের অন্তর্ভুক্ত লেখাটুকুই 01 নাম্বার অ্যাসাইনমেন্টের – শিরোনাম।
এভাবে 2 নং এসাইনমেন্টের শিরোনাম ভিন্ন হবে,
3 নং এসাইনমেন্টের শিরোনাম ভিন্ন হবে।
অর্থাৎ প্রতিটি এসাইনমেন্টের শিরোনাম ভিন্ন ভিন্ন হবে।
প্রশ্নে শিরোনাম বাংলায় লেখা থাকলে- শিক্ষার্থীও শিরোনাম বাংলায় লিখতে পারবে, তবে শিরোনামের উপরের সকল তথ্য ইংরেজি ক্যাপিটাল লেটারে লিখতে হবে।
এই শিরোনাম পর্যন্তই একজন শিক্ষার্থী লিখবে, এর নিচে মলাট পেইজের আর কোন অংশে কোন লেখা বা দাগ দেয়া যাবে না।
৮. কাগজ, কলম, কালি, পিন, মার্জিন ও পৃষ্ঠা নাম্বার :
_______
(ক). A4 সাইজ কাগজের এক পৃষ্ঠায় লিখবে, বিপরীত পৃষ্ঠা খালি থাকবে।
(খ). কালো কালি দিয়ে উত্তর লিখবে, কোন অবস্থাতেই জেল পেন দিয়ে লেখা যাবে না, বিশেষ করে লাল কালি বা লাল রঙের কাছাকাছি কোন রং ব্যবহার করা যাবে না।
(গ). অ্যাসাইনমেন্টের বামদিকে ভালো করে পিন করবে, যাতে কোন কাগজ ছিড়ে বা খুলে না যায়, সেলাই করলেও সমস্যা নেই, তবে লক্ষ্য রাখতে হবে পিন বা সেলাই এর কারণে যেন মূল্যায়ন কালে পরীক্ষকের খাতা খুলতে/পড়তে কোন সমস্যা না হয়।
(ঘ). পেন্সিল দিয়ে পৃষ্ঠার বামে ও উপরে মার্জিন করবে, ইচ্ছে করলে বক্স মার্জিনও করতে পারো।
(ঙ). মলাট পেইজে কোন পৃষ্ঠা নাম্বার হবে না।
মলাট পেইজ এর পরের পেইজের উপরে পৃষ্ঠা নাম্বার ১ নং হিসেবে পৃষ্ঠার উপরে (১) লিখবে। এরপর প্রতিটি কাগজে (২), (৩), (৪), (৫) এভাবে এগিয়ে যাবে।
যেহেতু প্রতিটি কাগজের একপার্শ্বে লিখছো – অন্যপার্শ্ব খালি থাকছে। সুতরাং যে পার্শ্বে লিখছো- শুধু সেই পার্শ্বেই পৃষ্ঠা নাম্বার বসাবে, কাগজের যে পার্শ্ব খালি থাকছে -সে পাশে কোন পৃষ্ঠা নাম্বার বসাতে হবে না।
৯. কিভাবে লেখা শুরু করবে :
______
মলাট পেইজের পরের পেইজ পৃষ্ঠা নাম্বার ১ । এখান থেকেই লেখা শুরু হবে।
এই পেইজে তুমি অ্যাসাইনমেন্ট লিখবে, অর্থাৎ অ্যাসাইনমেন্টের দ্বিতীয় কলামে যা লেখা আছে তাই :
যেমন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিষয়ের প্রথম অ্যাসাইনমেন্টের দ্বিতীয় কলমে লেখা আছে – (প্রাক ইসলামী যুগে শহরবাসী ও মরুবাসী যাযাবরদের জীবনে আর্থ-সামাজিক, রাজনৈতিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অবস্থার প্রভাব সমূহের তূলনামূলক বিশ্লেষণ উপস্থাপন করো)
১ নং পেইজে আর কিছুই লিখবে না ।
২ নং পেইজে গিয়ে “ক” এর উত্তর লিখবে।
যেমন এভাবে লিখতে পারো –
“ক” প্রশ্নের উত্তর
(প্রাক ইসলামী যুগে শহরবাসী ও মরুবাসী আরবদের আর্থসামাজিক জীবন যাত্রার পার্থক্য)
________
……….
……….
……….
এভাবে “ক” এর উত্তর শেষ হলে
“খ” প্রশ্নের উত্তর লিখবে
তারপর “গ” এর উত্তর, তারপর “ঘ” এর উত্তর। অর্থাৎ উত্তর লেখার ক্ষেত্রে প্রশ্নের ধারাবাহিকতা ব্রেক করবে না।
১০. রুব্রিকস ও নির্দেশনা কলাম অনুসরণ করে উত্তর করতে হবে। কি কি লিখলে ৪ এর ভিতরে ৪ পাবে, কি লিখলে ৩ পাবে, বা ২ বা ১ পাবে — তা নির্দেশনা কলাম (রুব্রিকস) ভালোভাবে পড়লেই বুঝতে পারবে।
১১. সতর্কতাঃ
(ক). অন্যের অ্যাসাইনমেন্ট দেখে লেখা যাবে না, বই থেকে অর্জিত জ্ঞান নিজের ভাষায় লিখতে হবে। কেউ যদি কপি করে লেখে- সেক্ষেত্রে তা বাতিল হতে পারে বা কম নাম্বার পেতে পারে বা পুনরায় লিখতে হতে পারে।
(খ). অ্যাসাইনমেন্ট নিজ হাতে লিখতে হবে, কম্পিউটার টাইপ বা প্রিন্ট করা যাবে না।
(গ). কোচিং সেন্টারের গাইড, বা ইউটিউব এর ভিডিও দেখে সরাসরি অ্যাসাইনমেন্ট লেখা যাবে না, অ্যাসাইনমেন্টে যেন তোমার স্বকীয়তা এবং সৃজনশীলতা ফুটে উঠে।
১২. অ্যাসাইনমেন্ট জমা প্রদান :
_______
স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠানে এসে অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার তারিখ কলেজের ওয়েবসাইট এবং BNCD HSC 2021 ফেসবুক গ্রুপে প্রকাশ করা হবে।
১৩. অভিভাবকদের জন্য লক্ষণীয় :
(ক). মাউশির ওয়েবসাইট/বিএন কলেজ ঢাকার ওয়েবসাইট)/ অথবা BNCD HSC 2021 ফেসবুক গ্রুপ/ অথবা এই পোষ্টের সাথে সংযুক্ত কভার পেইজ টি ডাউনলোড করে – তা অন্তত ৩০ টি ফটোকপি করে সন্তানকে সহায়তা করা। (কারণ প্রত্যেকটি অ্যাসাইনমেন্টের জন্য ১ টি করে কাভার পেইজ প্রয়োজন)
(খ). সন্তান ঠিকমত লিখছে কিনা – সেদিকে খেয়াল রাখা, অন্যেরটা কপি করে লেখার প্রবণতা দেখলে নিষেধ করা।