সুপ্রিয় একাদশ শ্রেণির শিক্ষার্থীবৃন্দ,
তোমাদের বার্ষিক পরীক্ষা প্রথম ও দ্বিতীয় রাউন্ড গত ১২/৭/২০ তারিখে শেষ হলো। তোমাদের পরীক্ষার ফলাফল আগামী ১৭/৭/২০ তারিখ, শুক্রবার ক্লাস টিউন ও কলেজ ওয়েবসাইটে প্রকাশিত হবে। তোমাদেরকে আগামী ২৫/৭/২০ তারিখের মধ্যে দ্বিতীয় বর্ষে ভর্তি সম্পন্ন করতে হবে। যে সকল ছাত্র/ছাত্রী এখনো বেতন পরিশোধ করোনি তারা বেতন পরিশোধ করে ফলাফল সংগ্রহ করবে এবং ভর্তি সম্পন্ন করবে। অনলাইনে দ্বিতীয় বর্ষের ক্লাস আগামী ২৬ /৭/২০ তারিখ থেকে শুরু হবে।
আর তোমাদের মধ্যে যারা আদৌ কোন পরীক্ষায় অংশ গ্রহন করোনি এবং যারা গত পরীক্ষায় বিভিন্ন বিষয়ে অকৃতকার্য হয়েছো তাদের জন্য আমরা আগামী ১৯/৭/২০ তারিখ, রবিবার থেকে পুনঃ বার্ষিক পরীক্ষা নিতে যাচ্ছি। তোমারা প্রস্ততি নাও। এর পর আর কোনো সুযোগ পাবে না।