প্রিয় একাদশ শ্রেণির ছাত্র/ ছাত্রীবৃন্দ,
তোমাদেরকে আগামী ৭/১০/২০ তারিখের মধ্যে রেজিষ্ট্রেশন সম্পন্ন করার লক্ষ্যে ছেলেদের জন্য সাদা শার্ট পরিহিত পাসপোর্ট সাইজ ছবি এবং মেয়েদেরকে নেভিব্লু জামা পড়ে একটি পাসপোর্ট সাইজ ছবি আগামী ১/১০/২০ বৃহস্পতিবার এর মধ্যে নিম্মে প্রদত্ত ঠিকানায় মেইল করতে হবে।
bncd _96@yahoo.com( বিজ্ঞান)
matiar34@gmail.com(মানবিক ও ব্যবসায় শাখা)
মেইল করার সময় Subject এর ঘরে রোল উল্লেখ করবে।
তোমাদেরকে গাইড শিক্ষকবৃন্দের তালিকা দেওয়া হলো। যেকোনো সমস্যায় যোগাযোগ করবে। বিএনসিডি
Loading...