২৬শে মার্চ মহান স্বাধীনতা দিবস কুইজ প্রতিযোগিতা -২০২১

বিএন কলেজ ঢাকার প্রিয় ১ম থেকে একাদশ -দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী,
শুভেচ্ছা নিও।

২৬ মার্চ ২০২১ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযোগ্যভাবে উদযাপন উপলক্ষে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

কুইজ প্রতিযোগিতার বিষয়ঃ ২৬ মার্চ ২০২১ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস।

১. কলেজ শাখার জন্য আগামী ১৬ মার্চ (মঙ্গলবার) বিকাল ০৫:০০-০৫:২০ টায় অনলাইনে (গুগল মিট লিংকে) অংশগ্রহণ করতে হবে।

পরীক্ষা শুরুর ৫ মিনিট পূর্বে লিংক সরবরাহ করা হবে (বিএন কলেজ ওয়েবসাইটে)

২. নাম, রোল, বিভাগ, শাখা,  মোবাইল নম্বর অবশ্যই লিখতে হবে।

৩. একাদশ+দ্বাদশ শ্রেণির জন্য মোট পুরস্কার=০৬+০৬=১২টি

i) একাদশ শ্রেণি, মোট গ্রুপ=০২ টি এবং পুরস্কার=০৩+০৩=০৬টি

কুইজ পরীক্ষার জন্য একাদশ শ্রেণির গ্রুপ-

ক) একাদশ বিজ্ঞান বিভাগ (Electra+ Sirius+ Castor+ Libra)

খ) একাদশ ব্যবসায় শিক্ষা (Pollux+ Atlas+Rigal) + একাদশ মানবিক বিভাগ(Canopus)

ii) দ্বাদশ শ্রেণি, মোট গ্রুপ=০২ টি এবং পুরস্কার=০৩+০৩=০৬টি

কুইজ পরীক্ষার জন্য দ্বাদশ শ্রেণির গ্রুপ-

ক) দ্বাদশ বিজ্ঞান বিভাগ (A+B+C+ Sigma)

খ) দ্বাদশ ব্যবসায় শিক্ষা (D+E+G) + দ্বাদশ মানবিক বিভাগ(H)
——————————————–+
স্কুল শাখা ক্লাসটিউন এপসে পরীক্ষা হবে নিম্নোক্ত তারিখ ও সময় অনুসারে।
পরীক্ষার তারিখ : ১৭/৩/২০২১ (সকল ক্লাস)
১ম থেকে ৩য় শ্রেণি, পরীক্ষার সময়ঃ ১২:৩০ — ১২:৫০
৪র্থ থেকে ৫ম শ্রেণি
পরীক্ষার সময়ঃ ১৩:০০– ১৩:২০
৬ষ্ঠ থেকে ৮ম
পরীক্ষার সময়ঃ ১৩:৩০—-১৩:৫০
৯ম থেকে ১০ম
পরীক্ষার সময়ঃ ১৪:০০—–১৪:২০
প্রয়োজনে যোগাযোগঃ
কলেজে শাখাঃ
মোঃ নাজিম উদ্দিন, সহকারী অধ্যাপক
মোবাইলঃ 01811580567

কামাল হোসাইন, প্রভাষক
মোবাইলঃ 01611453942

মোঃ মাসুদ রানা, প্রভাষকও
মোবাইলঃ 01917419831
স্কুল শাখাঃ
কাজী ইমরান, সহকারী শিক্ষক
০১৯১১৫২৬৮৭৫
হাদি মশিউর, সহকারী শিক্ষক
০১৫৫২৪১৪৬৬৬