সুপ্রিয় ছাত্র/ছাত্রী (একাদশ শ্রেণি), তোমাদের মধ্যে যারা মিডটার্ম পরীক্ষায় অংশ গ্রহন কালে বিভিন্ন স্লটে প্রশ্ন সাবমিট করতে পারনি কিংবা নেট সমস্যা কিংবা বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটায় পরীক্ষায় অংশ গ্রহন করতে পারনি তাদেরকে স্বল্প সময়ের প্রস্তুতিতে একই দিনে বিভিন্ন সময়ে তিনটি বিষয়ে যে কোনো একটি স্লটে পরীক্ষা নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আগামী ২/৫/২১ তারিখ থেকে পরীক্ষা শুরু হবে। নিচে রুটিন দেওয়া হলো। শুধু তারাই অংশ গ্রহন করতে পারবে যারা টেকনিক্যাল কারনে পরীক্ষায় অংশ নিতে পারোনি। অন্যথায় অংশ গ্রহন করলে বিষয় শিক্ষক তোমাদের ঐ বিষয়ের সমুদয় পরীক্ষা বাতিল করে দিবেন। নিচে রুটিন দেওয়া হলো। কো-অর্ডিনেটর (একাডেমিক)