বিএন কলেজ ঢাকার লাইব্রেরীতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্নার’

বিএন কলেজ ঢাকায় লাইব্রেরীতে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্নার’ প্রস্তুত করা হয়েছে। গত ১৪ জানুয়ারি বিএন কলেজ ঢাকার অধ্যক্ষ ক্যাপ্টেন এস এম সালাহউদ্দিন, (ট্যাজ), পিএসসি, বিএন ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও মুক্তিযুদ্ধ কর্নার’এর শুভ উদ্বোধন করেন। এই কর্নারে বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের ইতিহাস সমৃদ্ধ বইগুলো সংরক্ষণ করা হয়েছে যার মাধ্যমে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস, জাতির জনক বঙ্গবন্ধুর জীবন ও আদর্শ সম্পর্কে জানতে পারবে। উদ্বোধনকালে অধ্যক্ষ , মুক্তিযুদ্ধের বীর শহিদদের এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শাহাদাৎ বরণকারী সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, স্বাধীনতার উদ্দেশ্য বাস্তবায়নে শিক্ষার্থীরা মুক্তিযুদ্ধের ইতিহাস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনীমূলক বই (বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী, কারাগারে রোজনামচা, আমার দেখা নয়া চীন ) ইত্যাদি পড়ার মাধ্যমে বঙ্গবন্ধুর আর্দশে অনুপ্রাণিত হয়ে দেশ প্রেমে উদ্বুদ্ধ হবে।