একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা সংক্রান্ত বিশেষ নির্দেশনা

একাদশ শ্রেণির পরীক্ষার্থীদের জন্য পরীক্ষা সংক্রান্ত বিশেষ নির্দেশনা:

ক. পরীক্ষা শুরু হবার ৩০ মিনিট পূর্বেই পরীক্ষার হলে অবস্থান করবে। পরীক্ষা আরম্ভ হবার পর কোনোভাবেই হলে প্রবেশ করা যাবেনা।

খ. পরীক্ষা শুরুর ১৫ মিনিট পূর্বে উত্তরপত্র দেওয়া হবে। পরীক্ষার্থী কে সঠিকভাবে উত্তর পত্রের তথ্য গুলো (নাম, রোল, সেকশন, বিভাগ, বিষয়, তারিখ) প্রদান করতে হবে। নৈর্ব্যক্তিক পরীক্ষার উত্তরপত্রে সঠিকভাবে সেট কোড বৃত্ত ভরাট করবে।

গ. পরীক্ষার্থী কোনো প্রকার ব্যাগ, বই, খাতা, মোবাইল ও ইলেকট্রনিক ডিভাইস বহন করতে পারবে না।

ঘ. পরীক্ষার উপকরণ যেমন- কলম, পেন্সিল, রাবার স্কেল, ক্যালকুলেটর স্ব স্ব শিক্ষার্থীকে নিয়ে আসতে হবে এবং পরীক্ষা চলাকালীন কোনোভাবেই অন্যজনের কাছ থেকে ধার করে ব্যাবহার করা যাবেনা।

ঙ. পরীক্ষা চলাকালীন সময়ে কারো সাথে কোনো প্রকার কথা বলা, দেখাদেখি করা এবং অসদুপায় অবলম্বন করা বিরত থাকা আবশ্যক। এরকম ঘটলে হল পরিদর্শক উক্ত শিক্ষার্থীকে বহিস্কার করবে।

চ. পরীক্ষা শুরু ২ ঘন্টা পূর্বে কেউ খাতা জমা দিতে পারবেনা।

ছ. কোনো পরীক্ষার্থী টয়লেট বা ওয়াশরুমে যেতে চাইলে পরীক্ষার শুরুর ১ ঘন্টা পর দায়িত্ব প্রাপ্ত শিক্ষকের অনুমতি নিয়ে যেতে পারবে।