পরীক্ষা সংক্রান্ত বিশেষ নির্দেশনা

এতদ্বারা নৌবাহিনী কলেজ,ঢাকার দশম শ্রেণির নির্বাচনি ও প্রথম হতে নবম শ্রেণির প্রস্তুতিমূলক পরীক্ষার জন্য সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদের বিশেষ নির্দেশনা

১।পরীক্ষা শুরুর কমপক্ষে ২০ মিনিট পূর্বে পরীক্ষা কক্ষে প্রবেশ করবে।
২।প্রত্যেক শিক্ষার্থী অবশ্যই প্রবেশপত্র সঙ্গে আনবে।
৩।শুধুমাত্র প্রয়োজনীয় জিনিসপত্র যেমন কলম,পেন্সিল ,স্কেল ,রাবার, জ্যামিতিক ইনস্ট্রুমেন্ট(যা গণিত ও বিজ্ঞানের জন্য প্রযোজ্য),রুমাল টিস্যু ইত্যাদি ছোট স্বচ্ছ ব্যাগে করে সঙ্গে আনবে।
৩।ক্লিপ বোর্ড /ফাইল, কোন ব্যাগ,বই-খাতা,কাগজ আনবে না।
৪। প্রোপার ইউনিফর্মে আসবে।
৫।ছেলেদের হেয়ার কাট ঠিক রাখবে এবং মেয়েরা সাদা ফিতাযুক্ত দুই বেনি করে আসবে।
৬।পরিষ্কার জুতা ও সাদা মোজা পরে আসবে।
সর্বোপরি পরীক্ষায় কোনরূপ অনুপাতে (টুকলি)অবলম্বন করবে না।

সহকারী প্রধান শিক্ষক
নৌবাহিনী কলেজ ঢাকা।