এতদ্বারা নৌবাহিনী কলেজ, ঢাকার প্রথম হতে দশম শ্রেণির সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে,আগামী ০১/০১/২০২৫ তারিখ বুধবার হতে শীতকালীন সময়সূচী অনুযায়ী নিয়মিত শ্রেণিকার্যক্রম অব্যাহত থাকবে।
ক) ষষ্ঠ হতে অষ্টম শ্রেণি : ০৮:৩০ – ১২:৩০ ঘটিকা।
খ)নবম ও দশম শ্রেণি :
০৮:৩০ – ০১:১০ ঘটিকা।
গ) প্রথম ও দ্বিতীয় শ্রেণি : ০১:২০ – ০৩:৪৫ ঘটিকা।
ঘ) ৩য় হতে ৫ম শ্রেণি :
০১:২০ – ৪:৪০ ঘটিকা
প্রত্যেক শিক্ষার্থীকে প্রোপার ইউনিফর্ম পরিধান করে বিদ্যালয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থাকতে বলা হলো।কোনভাবেই দেরি করে স্কুলে প্রবেশ গ্রহণযোগ্য হবে না।নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের ক্ষেত্রে ইউনিফর্মের বিষয় শিথিলযোগ্য।
উল্লেখ্য যে ,প্রত্যেক শিক্ষার্থীকে নির্ধারিত শীতকালীন পরিষ্কার পোশাক,পরিষ্কার জুতা -মোজা পরে, বালকদেরকে নির্ধারিত হেয়ার কাটে,বালিকাদেরকে আধা ইঞ্চি চওড়া সাদা ফিতাযুক্ত কলা বেনি করে আসতে নির্দেশনা প্রদান করা হলো।
নির্দেশক্রমে
সহকারী প্রধান শিক্ষক
এনসিডি