স্কুল খোলা শ্রেণি কার্যক্রমের গ্রীষ্মকালীন সময়সূচি ও মিডটার্ম সম্বন্ধীয় নোটিশ

এতদ্বারা নৌবাহিনী কলেজ, ঢাকার প্রথম হতে দশম শ্রেণির সম্মানিত অভিভাবক ও শিক্ষার্থীদেরকে জানানো যাচ্ছে যে,আগামী ০৯/০৪/২০২৫ তারিখ (বুধবার) হতে গ্রীষ্মকালীন সময়সূচী অনুযায়ী যথারীতি শ্রেণিকার্যক্রম অব্যাহত থাকবে এবং ২০/০৪/২০২৫ তারিখ হতে প্রথম মিডটার্ম পরীক্ষা অনুষ্ঠিত হবে। সকল শিক্ষার্থী নিয়মিত স্কুলে উপস্থিত থাকতে এবং পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করা হলো।উল্লেখ্য যে,মিডটার্ম পরীক্ষাসমূহের নম্বর, অর্ধ-বার্ষিক ও বার্ষিক পরীক্ষার নম্বরের সাথে যুক্ত করে গড় নম্বরের ভিত্তিতে পরবর্তী শ্রেণিতে উত্তীর্ণ করা হবে।

বিশেষ নির্দেশনা
১। সকল শিক্ষার্থী ক্লাস শুরুর ১০ মিনিট পূর্বে বিদ্যালয়ে উপস্থিত থাকবে।
২। পরিষ্কার ইউনিফর্ম পরে (পোশাক, হেয়ার কাট/স্টাইল,পরিষ্কার নির্ধারিত জুতা -মোজা,শোল্ডার ব্যাজ)পরিধান করে আসবে।
৩। প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী যেমন রুটিন অনুযায়ী বই, CW ও HW খাতা, ডায়েরি,পেন্সিল, কলম,রাবার, স্কেল, গাণিতিক সামগ্রী ইত্যাদি সঙ্গে আনবে।
৪। শিক্ষা সামগ্রীর বাইরে অন্য কোন জিনিসপত্র বিদ্যালয়ে আনবে না।

শ্রেণি কার্যক্রমের গ্রীষ্মকালীন
সময়সূচী

১। প্রথম ও দ্বিতীয় শ্রেণির ক্লাস শুরু ০১:৩০ ঘটিকায় ও ছুটি হবে ০৪:০০ ঘটিকায়।

২। তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণির ক্লাস শুরু ০১:৩০ ঘটিকায় ও ছুটি হবে ০৫:০০ ঘটিকায়।

৩। ষষ্ঠ থেকে নবম শ্রেণির শ্রেণি ক্লাস শুরু ০৮:১৫ ঘটিকায় ও ছুটি হবে ১২:৩৫ ঘটিকায় ।

৪। নবম ও দশম শ্রেণির ক্লাস শুরু হবে ০৮:১৫ ঘটিকা ও ছুটি হবে ০১.১০ ঘটিকায়।

বি:দ্র: আগামী ০৯/০৪/২০২৫ তারিখে পরীক্ষার রুটিন শ্রেণিকক্ষে প্রদান করা হবে। ১৭/০৪/২০২৫ তারিখের মধ্যে সকল শিক্ষার্থীকে পরীক্ষার ফিসহ বেতন পরিশোধ করে নিজ নিজ শ্রেণিশিক্ষকের নিকট হতে প্রবেশপত্র সংগ্রহ করতে বলা হলো।
সহকারী প্রধান শিক্ষক
এনসিডি