এতদ্বারা নৌবাহিনী কলেজ, ঢাকার ৩য় হতে ৫ম শ্রেণির সম্মানিত সকল শিক্ষার্থী ও অভিভাবককে জানানো যাচ্ছে যে, আগামী ১৩/০৫/২০২৫ তারিখ মঙলবার ০২.০০-০৩.০০টা পর্যন্ত ৩য় হতে ৫ম শ্রেণির ১ম মিডটার্ম পরীক্ষার মূল্যায়নকৃত উত্তরপত্র উল্লেখিত শ্রণিসমূহের অভিভাবকসহ সকল শিক্ষার্থীকে দেখানো হবে। নির্ধারিত সময়ের মধ্যে উক্ত শ্রেণিসমূহের সকল অভিভাবককে মূল্যায়নকৃত উত্তরপত্র দেখে তাতে স্বাক্ষর করে পুনরায় শ্রেণিশিক্ষকের নিকট জমা দিয়ে যাওয়ার জন্য বলা হলো।
সহকারী প্রধান শিক্ষক,
নৌবাহিনী কলেজ, ঢাকা ।