শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকাগুলোতে প্রকাশিত নৌবাহিনী কলেজ, ঢাকার ICTH ক্লাব কর্তৃক আয়োজিত তরুণ শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষামূলক এবং নেতৃত্বপ্রদানকারী সেমিনার “Together We Can : Voluntarism, Leadership & Social Change”

নৌবাহিনী কলেজ, ঢাকার ইন্টারন্যাশনাল কো-কারিকুলার এন্ড টেলেন্ট হান্ট ক্লাব (ICTHC) কর্তৃক আয়োজিত একটি শিক্ষামূলক ও নেতৃত্বের বিকাশমূলক সেমিনার “Together We Can: Voluntarism, Leadership & Social Change” সম্প্রতি স্থান করে নিয়েছে দেশের শীর্ষস্থানীয় জাতীয় পত্রিকাগুলোর পাতায়।

সমাজে স্বেচ্ছাসেবা, তরুণ নেতৃত্ব ও সামাজিক পরিবর্তনের বার্তা ছড়িয়ে দেওয়ার উদ্দেশ্যে অনুষ্ঠিত এই সেমিনারে অংশ নিয়েছে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। এই অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন অত্র প্রতিষ্ঠানের মাননীয় অধ্যক্ষ মহোদয়, ক্যাপ্টেন মো: ইসমাইল মজুমদার, (এস), এনপিপি, বিএন এবং সংস্করণ ফাউন্ডেশন এর প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক কিফায়েত ইবনে রহমান, যিনি এই কলেজের একজন ছাত্র ছিলেন।

এই অসাধারণ উদ্যোগকে স্বীকৃতি দিয়ে সেমিনারটি প্রকাশিত হয়েছে —
The Bangladesh Today
The Daily Observer
দৈনিক কালচক্র
দৈনিক আলোকিত ৭১ সংবাদ

এই অর্জন শুধুমাত্র নৌবাহিনী কলেজ, ঢাকা নয় বরং সমগ্র নৌবাহিনী পরিবারের জন্য এক বিশাল গর্বের বিষয়। এটি প্রমাণ করে যে— সুযোগ ও সঠিক দিকনির্দেশনা পেলে তরুণ শিক্ষার্থীরা সমাজে ইতিবাচক পরিবর্তনের চালিকাশক্তি হতে পারে।