বাংলাদেশ নৌ বাহিনীতে অফিসার ক্যাডেট ‘২০২৬বি’ ব্যাচে ভর্তি ইচ্ছুক প্রার্থীদের জানানো যাচ্ছে যে, এ সম্পর্কিত বিজ্ঞপ্তি জাতীয় দৈনিক পত্রিকায় এবং নৌবাহিনী ওয়েবসাইট www.navy.mil.bd এবং www.joinnavy.naby.mil.bd তে প্রকাশ করা হয়েছে। উক্ত ব্যাচের প্রার্থীদের অনলাইনে আবেদন করত: আবেদন পত্র, কলাপ লেটার ও কলাপ লেটারের সাথে বর্ণিত কাগজপত্র সমূহ সংযুক্ত করে কলেজ অফিসে আগামী ০৭ সেপ্টেম্বর ২০২৫ মধ্যে জমা দেয়ার জন্য বলা হলো। উক্ত সময়ের পর কলাপ লেটার জমা নেওয়া হবে না।
