২০২১ সালের এইচ এস সি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে এ্যাসাইনমেন্ট সংক্রান্ত বিষয়ে নির্দেশনা নিম্নে প্রদত্ত হলোঃ
১। অ্যাসাইনমেন্ট A4 সাইজের কাগজে প্রত্যেক বিষয়ের জন্য পৃথক পৃথকভাবে লিখতে হবে। অপসেট কাগজে লিখাই ভালো। তবে ব্যবস্থা না থাকলে মান সম্পন্ন সাদা কাগজে লেখা যাবে। সেই ক্ষেত্রে অবশ্যই কাগজটি নির্ধারতি সাইজে হতে হবে। এক পৃষ্ঠায় লিখবে। উভয় পৃষ্ঠায় লিখা যাবে না। কোনো টাইপ বা প্রিন্ট বা ফটোকপি গ্রহণযোগ্য হবে না।
২। প্রত্যেক বিষয়ের অ্যাসাইনমেন্ট এর জন্য একই ধরনের কভার পেইজ বোর্ড থেকে সরবরাহ করা হয়েছে। যা কলেজ থেকে পিডিএফ আকারে ওয়েবসাইটে দেওয়া হবে। ছাত্র/ছাত্রী কভার পেইজে লিখিত নির্দেশনা অনুযায়ী তথ্যগুলো পূরন করে প্রত্যেক বিষয়ে অ্যাসাইনমেন্ট জমা দেওয়া সময় সংযুক্ত করে দিবে। প্রত্যেকটি তথ্য ইংরেজিতে পূরণ করতে হবে।
৩। কোনো ছাত্র/ছাত্রী কাউকে দিয়ে লিখিয়ে অ্যাসাইনমেন্ট জমা দিলে অথবা তার বন্ধুর অ্যাসাইনমেন্টের সাথে হুবুহু মিলে গেলে, বিষয় শিক্ষক ঐ সকল ছাত্র/ছাত্রীকে ডেকে পুন: পরীক্ষা নিতে পারেন।
৪। প্রত্যেক বিষয় শিক্ষক ছাত্র/ছাত্রীদের অ্যাসাইমেন্ট জমাদানের রেকর্ড জমা রাখবেন এবং অ্যাসাইনমেন্টগুলো যত্নের সাথে সংরক্ষণ করবেন। যাতে সরকার যে কোনো মুহুর্তে চাহিবামাত্র আমরা পাঠাতে পারি।
৫। দুই সপ্তাহের অ্যাসাইনমেন্ট ওয়েবসাইটের মাধ্যমে এবং গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়া হয়েছে।
৬। যারা গ্রামে অবস্থান করবে, তারা প্রয়োজনে মাসে একবার এসে ৪ সপ্তাহের এ্যাসাইনমেন্ট একবারে জমা দিয়ে যাবেন।
কো-অর্ডিনেটর (একাডেমিক)