সুপ্রিয় ছাত্র/ছাত্রী,
ইতোমধ্যে তোমাদের বার্ষিক পরীক্ষার ফলাফল দেওয়া হয়েছে। তোমাদের মধ্যে যারা ৪ বিষয় থেকে ৬বিষয়ে অকৃতকার্য হয়েছ, তাদেরকে কোনোভাবেই দ্বিতীয় বর্ষে উত্তীর্ণ করা হবে না। তাদের জন্য আমরা পুন: বার্ষিক পরীক্ষার আয়োজন করেছি। তোমাদের পরীক্ষা আগামী ১/৮/২১ তারিখ থেকে অনুষ্ঠিত হবে। যারা বার্ষিক পরীক্ষায় আদৌ বসতে পারোনি, তারাও এই পরীক্ষায় অংশ গ্রহণ করতে পারবে। এটা তোমাদের শেষ সুযোগ। এর পর কোনো প্রকার অজুহাত গ্রহণযোগ্য হবে না। RE-FINAL TERM EXAM ROUTINE দেওয়া হলো। তোমাদেরকে ১টি স্লটে পরীক্ষা দিতে হবে। মোট নম্বর হবে ২৫। এই পরীক্ষায় অকৃতকার্য হলে কোনোভাবেই ২য় বর্ষে উত্তীর্ণ করা হবে না। ওয়েবসাইটে ও অ্যাপসে অকৃতকার্য ছাত্র/ছাত্রীদের বিষয়সহ তালিকা প্রকাশ করা হয়েছে। তোমাদের কোন কোন বিষয় পরীক্ষা দিতে হবে, তা জেনে নিতে পারবে।
কো-অর্ডিনেটর