ইউনিক আইডি তথ্য ফর্ম পূরণ সংক্রান্ত

ইউনিক আইডির জন্য প্রয়োজনীয় কাগজপত্র

১. শিক্ষার্থীর ২ কপি রঙিন ছবি (স্কুল ড্রেস পরিহিত ও সাদা ব্যাকগ্রাউন্ড, চোখ ও কান যেন স্পষ্ট দেখা যায়)
২. শিক্ষার্থীর জন্মনিবন্ধন ভেরিফিকেশন কপি প্রিন্ট করে দিতে হবে
৩. শিক্ষার্থীর রক্তের গ্রুপ সনাক্তের মেডিকেল Report (যদি থাকে)।
৪. মাতার NID কপি (মোবাইল নম্বর লিখে দিতে হবে)।
৫. পিতার NID কপি (মোবাইল নম্বর লিখে দিতে হবে)।
৬. মাতার জন্মনিবন্ধন কপি (যদি থাকে)।
৭. পিতার জন্মনিবন্ধন কপি (যদি থাকে)।
৮. পিতা-মাতা উভয়ে জীবিত না থাকলে অভিভাবকের NID

বি.দ্রঃ কলেজর ওয়েবসাইট, ক্লাসটিউন থেকে ইউনিক আইডি ফর্ম ডাউনলোড করে ফর্মে থাকা সকল তথ্য নির্ভুলভাবে পূরণ করতে হবে।
উল্লেখ্য   https://everify.bdris.gov.bd/

এই ঠিকানায় জন্মনিবন্ধন ভেরিফিকেশন কপি প্রিন্ট করা যাবে।

Loader Loading...
EAD Logo Taking too long?
Reload Reload document
| Open Open in new tab