এইচএসসি পরীক্ষার্থীদের প্রতি বিশেষ নির্দেশনা

প্রিয় পরীক্ষার্থী
শুভেচ্ছা।
আগামীকাল থেকে তোমাদের বোর্ড পরীক্ষা শুরু। কিছু নির্দেশনা-
১৷ নিজ নিজ ব্যবস্থাপনায় পরীক্ষা কেন্দ্রে যেতে হবে।(*** পরিচ্ছন্ন ইউনিফর্ম ও আইডি কার্ড পরে পরীক্ষা কেন্দ্রে যাবে। হেয়ারকাট মার্জিত ও জুতা পরিষ্কার হওয়া বাঞ্ছনীয়)
২। প্রথম পরীক্ষা সুতরাং এক(০১) ঘন্টা আগে যাওয়াই ভালো।
৩। এডমিট ও রেজিষ্ট্রেশন কার্ডের ২ কপি ফটোকপি করে বাসায় রাখবে।
৪। পরীক্ষা কেন্দ্রে অবশ্যই মূল এডমিট কার্ড ও রেজিষ্ট্রেশন কার্ড নিয়ে যাবে।
৫। পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে কোথায় সিট পড়েছে তা দেখে নিবে।
৬। কক্ষে প্রবেশ করে কক্ষে যে স্যার ইনভিজিলেশন ডিউটিতে আছেন তাঁর সাথে অত্যন্ত সন্মানের সাথে আচরণ করবে। মনে রাখবে যে তুমি নৌবাহিনী কলেজের প্রতীক বহন করছো।
৭। খাতা দেওয়ার পর খুবই সর্তকতার সাথে খাতার উপরের সকল তথ্য পূরণ করবে। ভুল হলে কক্ষে অবস্থানরত Invigilator স্যার/ম্যাডাম কে জানাবে।
৮। অবজেক্টিভ এর সেট কোড সাবধানে পূরণ করবে। ভুল হলে হলের স্যার/ ম্যাডাম কে জানাবে।
৯। যদি এক্সট্রা শিট নাও, তাহলে মোট কতটি এক্সট্রা শিট নিয়েছো তা মুল খাতার যে অংশে খাতার সংখ্যা লেখার জায়গা রয়েছে, সেখানে এক্সট্রা পেইজের সংখ্যা লিখে বৃত্ত ভরা করবে। প্রয়োজনে বিনয়ের সাথে হলের স্যার/ ম্যাডাম কে জানাবে।
১০। সময় পেলে একটু Revise দিবে খাতা জমা দেওয়ার আগে।
১১। কোনো ভাবেই পরীক্ষা কেন্দ্রে বা কক্ষে বিশৃঙ্খলা সৃষ্টি করবে না। মনে রাখবে তোমাদের আচরণ কলেজের সুনামের সাথে সম্পর্কিত।

মহান আল্লাহ তোমাদের সহায় হোন। সবার জন্য দোয়া রইল।