ABOUT COLLECTING MEMBERSHIP FORM OF CLUB

একাদশ শ্রেণির ছাত্র/ছাত্রীবৃন্দ, আগামীকাল ২২ আগষ্ট তোমাদের টিফিন পিরিয়ডের পর বিভিন্ন ক্লাবের সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে। এ উপলক্ষ্যে নিচে বিভিন্ন ক্লাব যে সকল কক্ষে অবস্থান করবে, তার একটি তালিকা দেওয়া হলো। ছাত্র/ছাত্রীরা তাদের পছন্দের ক্লাবে উপস্থিত থেকে সদস্য ফর্ম সংগ্রহ করবে এবং ঐদিন ফর্ম পূরণ করে জমা দিবে। এ বিষয়ে সংশ্লিষ্ট ক্লাবে দায়িত্বপ্রাপ্ত পরিচালক ও সদস্যবৃন্দ তোমাদেরকে সহয়তা করবে। উপাধ্যক্ষ (শিক্ষা)

CLUB MEMBER COLLECTION ROSTER