বন্যার্তদের সাহায্য করি

প্রথম শ্রেণি হতে দ্বাদশ শ্রেণীর ছাত্র-ছাত্রী, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, কলেজের পক্ষ হতে বন্যা দূর্গত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে ত্রাণ বিতরণের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে প্রত্যেকের সামর্থ অনুযায়ী সাহায্যের অর্থ আগামী ২৫ আগস্ট শ্রেণী শিক্ষক (স্কুল শাখা)/ গাইড শিক্ষক (কলেজ শাখা) এর নিকট জমা দিতে হবে। জমাকৃত অর্থ নৌবাহিনীর ত্রাণ তহবিলে প্রদান করা হবে, পরবর্তীতে নৌ বাহিনী কর্তৃক বন্যা দুর্গত এলাকায় ত্রাণ সহায়তা প্রদান করা হবে। নগদ অর্থ প্রদানের পাশাপাশি নিম্নে উল্লেখিত নৌবাহিনীর হিসাব নম্বর ও বিকাশ নম্বরে সাহায্যের অর্থ প্রদান করা যাবে।
1. CO’s Misc Fund, BNS SHEIKH MUJIB
A/C No 0002-0310812849
2. Bkash number
016 8270 6766
এনসিডি।