একাদশ শ্রেণিতে ভর্তি সংক্রান্ত জরুরী নির্দেশনা

বিজ্ঞপ্তি
নৌবাহিনী কলেজ, ঢাকা-এর একাদশ শ্রেণি (শিক্ষাবর্ষ ২০২৫-২৬)-এ ভর্তির সুযোগপ্রাপ্ত শিক্ষার্থীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে—

সরকার নির্ধারিত সময়ের মধ্যে (০৭/০৯/২০২৫ থেকে ১৪/০৯/২০২৫) ভর্তি প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

কলেজে এসে ভর্তি ফরম পূরণ ও নির্দেশনাপত্র সংগ্রহ করতে কিছুটা সময় প্রয়োজন হতে পারে। এছাড়া ইউনিফর্মের মাপ দেওয়ার জন্যও সময় লাগবে। তাই নির্ধারিত অর্থ পরিশোধ সাপেক্ষে যেকোনো দিনে ইউনিফর্মের মাপ দিয়ে যেতে পারবে।

ভর্তি প্রক্রিয়াকে আরও সহজ করতে নির্দেশনা ও সিভিল ফরম অনলাইনে দেওয়া হলো। শিক্ষার্থীরা তা ডাউনলোড করে ফরম পূরণ করে প্রয়োজনীয় কাগজপত্র স্ট্যাপলারসহ জমা দেবে।

যারা কলেজের আর্থিক সুবিধাভোগী, তারা ০৪/০৯/২০২৫ তারিখ থেকে (শুক্র ও শনিবার ব্যতীত) দুপুর ২টার মধ্যে অফিসে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন করে ফরম সংগ্রহ করতে পারবে। অথবা ভর্তির দিন সব একসাথে সম্পন্ন করতে পারবে।