১২-১৭ বছর বয়সী শিক্ষার্থীদের কোভিড-১৯ ভ্যাক্সিন এর ২য় ডোজ গ্রহণ প্রসঙ্গে

Loader Loading...
EAD Logo Taking too long?
Reload Reload document
| Open Open in new tab

পঞ্চম শ্রেণি হতে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থী ও সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, 12 থেকে 18 বছর বয়সী যে সকল শিক্ষার্থী এ পর্যন্ত কোভিড 19 এর টিকা গ্রহণ করে নাই অথবা এক ডোজ টিকা গ্রহণ করে দ্বিতীয় ডোজ টিকা গ্রহণ করে নাই তাদের আগামীকাল 24 ফেব্রুয়ারি ঢাকা কমার্স কলেজ কেন্দ্রে সকাল 10 ঘটিকায় টিকা প্রদান করা হবে।টিকা গ্রহণের জন্য করণীয়: ১. তারিখ আগামী 24 ফেব্রুয়ারী, বৃহস্পতিবার। ২.সময়: সকাল 10 ঘটিকা। ৩.টিকা গ্রহণের জন্য নিবন্ধনের প্রয়োজন নাই। ৪.শিক্ষার্থীদের জন্ম নিবন্ধন সনদ (যে কয় ডিজিটের হোক না কেন) এর ফটোকপি ৫. ব্ল্যাংক টিকা কার্ড (দুই কপি -১ম ডোজ এর ক্ষেত্রে) সংশ্লিষ্ট তথ্যের স্থান সমূহ পূরণ করে সঙ্গে নিয়ে যেতে হবে। ৬.টিকা কেন্দ্রের স্থানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন লিখতে হবে। ব্ল্যাংক টিকা কার্ড কলেজের ওয়েবসাইটে পাওয়া যাবে।৭. দ্বিতীয় ডোজ টিকার ক্ষেত্রে : প্রথম ডোজ টিকা দেওয়ার প্রমাণপত্র অর্থাৎ কার্ড ফটোকপি সহ মোট 2 কপি সঙ্গে নিতে হবে। ৮. সকলের কলেজ ইউনিফর্ম পরিহিত অবস্থায় কলেজ আইডি কার্ড সহ টিকাকেন্দ্রে যেতে হবে। একাদশ শ্রেণিতে নতুন ভর্তিকৃত শিক্ষার্থীদের শুধু কলেজ আইডি কার্ড ও ব্ল্যাংক টিকা কার্ড পূরণ করে নিয়ে যেতে হবে। সকলকেই নিজস্ব উদ্যোগে ঢাকা কমার্স কলেজ কেন্দ্রে (মিরপুর চিড়িয়াখানার পাশে) নির্ধারিত সময়ে যেতে হবে।উল্লেখিত তারিখের আর টিকা প্রদান করা হবে না। বর্তমান covid-19 পরিস্থিতিতে সকলের জন্য এই টিকা প্রদান করা বাধ্যতামূলক (যদি অন্য কোন শারীরিক জটিলতা না থাকে)। কাজেই বিষয়টির গুরুত্ব অনুধাবন করে সংশ্লিষ্ট শিক্ষার্থীদের উল্লেখিত তারিখ ও সময় টিকা গ্রহণের জন্য বলা হলো। উপাধ্যক্ষ, প্রশাসন।